বলুন দেখি?? -(১)
আজকে একটা মজার জ্যামিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। ধরা যাক একটি ত্রিভুজকে চারটি অংশে ভাগ করে ফেলা হলো। নিচের ছবিটা ভালোভাবে খেয়াল করুন , চারটি অংশ চারটি রং দিয়ে আলাদা করে নির্দেশ করা হয়েছে -
এবার ঐ চারটি অংশকে পূনর্বিন্যস্ত করে ত্রিভুজটিকে আবার তৈরি করা হলো নিচের ছবিটার মতো করে-
মজার ব্যাপার হলো ঠিক আগের অংশগুলির সাহায্যে তৈরি হলেও এই ত্রিভুজের নিচের একটি ঘর ফাঁকা রয়ে গেছে। বলুনতো এটা কি করে সম্ভব?
**উত্তর আগামী পোস্টে দিবো , দেখুনতো এর আগেই সমাধানটা খুজেঁ পান কিনা। **
এবার ঐ চারটি অংশকে পূনর্বিন্যস্ত করে ত্রিভুজটিকে আবার তৈরি করা হলো নিচের ছবিটার মতো করে-
মজার ব্যাপার হলো ঠিক আগের অংশগুলির সাহায্যে তৈরি হলেও এই ত্রিভুজের নিচের একটি ঘর ফাঁকা রয়ে গেছে। বলুনতো এটা কি করে সম্ভব?
**উত্তর আগামী পোস্টে দিবো , দেখুনতো এর আগেই সমাধানটা খুজেঁ পান কিনা। **
This entry was posted on Saturday, September 17, 2011 at 6:09 AM and is filed under fun, math, Science. You can follow any responses to this entry through the RSS 2.0. You can