ব্লগ সম্পর্কে কিছু কথা


যখন স্কুলে পড়তাম তখন মাঝে মাঝে বই-পত্রগুলোকে ভয়ানক বিভীষিকার মত লাগত । বিরাট বিরাট পেটমোটা বই গুলো থেকে যখন পরীক্ষা নেয়ে হত, তখন ভয়ে আমাদের গলা শুকিয়ে যেত।

যখন স্কুলে পড়তাম তখন মাঝে মাঝে বই-পত্রগুলোকে ভয়ানক বিভীষিকার মত লাগত । বিরাট বিরাট পেটমোটা বই গুলো থেকে যখন পরীক্ষা নেয়ে হত, তখন ভয়ে আমাদের গলা শুকিয়ে যেত।রাগী মাস্টার হাতে মোটা একটা বেত নিয়ে যখন চোখ লাল করে প্রশ্ন করা শুরু করতেন তখন অনেকেই "কেন মানুষ হয়ে জন্ম নিলাম, পশু-পাখি হলে অন্তত পড়া মুখস্ত করা লাগতো না" , এই ধরণের দার্শনিক চিন্তা ভাবনা শুরু করে দিত।
গণিতের ক্লাস, বিজ্ঞানের ক্লাস আমাদের অনেকের কাছেই ভয়ের একটা কারণ ছিলো। বিজ্ঞান কি আসলেই এত কঠিন?
ছোট্ট করে এর উত্তর হলো 'না' ।
বিজ্ঞানের চেয়ে মজার জিনিষ আর কিছুই হতে পারেনা, যদি কেউ বিজ্ঞানকে ঠিকভাবে বুঝতে পারে। আমার এখনও মন খারাপ হয়ে যায়, যখন দেখি পিচ্চি পিচ্চি বাচ্চা ছেলে-মেয়েগুলোর ঘাড়ে মোটা মোটা বই চাপিয়ে দেয়া হচ্ছে মুখস্ত করার জন্য।

আমি বিশ্বাস করি বিজ্ঞানচর্চার জন্য মাতৃভাষার বিকল্প কিছু হতে পারেনা। এই ব্লগটিতে আমার চেষ্টা থাকবে বিজ্ঞানের দাঁত ভাঙ্গা কঠিন কঠিন বিষয়গুলোকে সহজ সরল রূপে ব্যাখ্যা দেয়া, যেন সাধারণ মানুষ সেটা বুঝতে পারে।