আপনি জানেন কি? শূন্য একটি জোড় সংখ্যা?
১) একটি সংখ্যাকে তখনি জোড় সংখ্যা বলা যাবে যখন সেই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না (অন্যভাবে বলা যায় 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে)।
আপনি জানেন কি "শূন্য একটি জোড় সংখ্যা??" বিশ্বাস হচ্ছে না? আসুন তবে দেখা যাক "শূন্য" আসলেই জোড় সংখ্যা কি না ।
0 ÷ 2 = 0;
২) একটি পূর্ণ সংখ্যাকে যদি 2 দিয়ে গুন করা হয় তাহলে সেই গুনফল
অবশ্যই একটি জোড় এবং পূর্ণ সংখ্যা হবে।
0 × 2 = 0;
৩) "Principles and Standards for School Mathematics" (NCTM কতৃক প্রকাশিত) একটি সমীক্ষায় দেখা গেছে শূণ্য জোড় হবার ক্ষেত্রে ভিন্নমত খুব সামান্য কারন -সাধারণ ভাবে সংখ্যাগুলো একটি ছন্দ মেনে চলে- একটি বিজোড় সংখ্যা পর একটি জোড় সংখ্যা আসে, এবং জোড়ের পর বিজোড় ।
যদি শূন্য বিজোড় সংখ্যা হতো তাহলে 0 এবং 1 পর পর দুটি বিজোড় সংখ্যা পড়ে, যেটি সাধারণ নিয়মের বহির্ভূত ।
৪) জোড় এবং বিজোড় সংখ্যার Algebraic Rules অনুযায়ী আমরা জানি -
even ± even = even | 2 - 2 = 0 |
odd ± odd = even | -3 + 3 = 0 |
even × integer = even | 0 × 4 = 0 |
অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে 0 একটি জোড় সংখ্যা ।
৫) এবার একটু জটিল প্রমাণের দিকে আসা যাক । পূর্ণ সংখ্যার property থেকে আমরা জানি- একটি integer বা পূর্ণ সংখ্যা "n" কে শুধুমাত্র তখনই জোড় সংখ্যা বলা হবে যদি - অন্য একটি পূর্ণ সংখ্যা m এর সাথে 2 দিয়ে গুন করলে n এর value পাওয়া যায় ।
অর্থাৎ n =2m ...........(i)
আবার যদি n+1 সংখ্যাটি জোড় হয় তবে n এর মান বিজোড় হবে ।
Equation (i) থেকে পাই -
0 = (2) (0) যা জোড়।
অর্থাৎ শূন্য আসলেই একটি জোড় সংখ্যা ।
This entry was posted on Tuesday, November 9, 2010 at 3:23 AM and is filed under fun, math, Science. You can follow any responses to this entry through the RSS 2.0. You can