Archive for November 2010
π নিয়ে হাঁউকাঁউ !
Posted by Dayeen in irrational number, math, Science on Saturday, November 13, 2010

সাদা কাগজে কম্পাস দিয়ে ছোটবেলায় বৃত্ত আঁকে নাই এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না। বৃত্তের ভেতর কিন্তু একটা মজার জিনিষ রয়ে গেছে, সেটা হলো কোন বৃত্তের পরিধিকে যদি তার ব্যাস দিয়ে ভাগ করা হয়, তাহলে যে অনুপাতটি পাওয়া যায় সেটা একটা ধ্রুব সংখ্যা। বৃত্তের আকৃতি যাই হোকনা কেন এই অনুপাতটির মান সবসময় একই থাকে, 3.1416...... । গণিতবীদরা এই ধ্রুব মানটিকে আদর করে ডাকেন পাই (π)। অর্থাৎ
আপনি জানেন কি? শূন্য একটি জোড় সংখ্যা?

আপনি জানেন কি "শূন্য একটি জোড় সংখ্যা??"


0 ÷ 2 = 0;
২) একটি পূর্ণ সংখ্যাকে যদি 2 দিয়ে গুন করা হয় তাহলে সেই গুনফল