Archive for January 2011
আবারো সেই Relativity ... !
শোনা যায় আইনস্টাইন গাড়ি চালাতে বেশ অপছন্দ করতেন। তিনি কোনদিনই গাড়ি চালানো শিখেননি, এবং তাঁর কাছে পুরো বিষয়টা একটা জটিল প্রক্রিয়া বলে মনে হতো। অথচ আপনারা জানেন কি? একটা গাড়ি স্টার্ট নেবার পেছনের গাড়ির ব্যাটারির রাসায়নিক প্রক্রিয়াটিকে আইনস্টাইনের Theory of Special Relativity র মাধ্যমে ব্যাখ্যা করা যায়!!